Dinner Just 10 Rupees: ১০ টাকায় রাতের খাবার! অভিনব উদ্যোগ বিজেপি কাউন্সিলরের। কারা পাবেন এই সুবিধা।

(Dinner Just 10 Rupees) বর্তমান সময়ে জিনিসপত্রের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে এক বিরাট সমস্যা হয়ে দাঁড়িয়েছে। যেখানে একসময় ১০ টাকাই ব্যাগ ভর্তি বাজার সম্ভব ছিল, এখন সেই টাকা দিয়ে সামান্য জিনিস কেনাই কঠিন। এই পরিস্থিতিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। মাত্র ১০ টাকায় বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়িতে রাতের খাবার পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছেন।

কবে থেকে চালু হচ্ছে এই সেবা

এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘চেটেপুটে’। আগামী ৮ ফেব্রুয়ারি থেকে এটি চালু হবে বলে জানা গেছে। মূলত উত্তর ও মধ্য কলকাতার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা বয়স্ক নাগরিকরা এই প্রকল্পের সুবিধা পাবেন। অনেক বৃদ্ধ-বৃদ্ধা একা বসবাস করেন, রান্না করতে পারেন না বা শারীরিক অসুস্থতার কারণে নিজের খাবার তৈরি করতে অক্ষম। তাঁদের কথা মাথায় রেখেই এই উদ্যোগ গ্রহণ করেছেন সজল ঘোষ।

Dinner Just 10 Rupees: কী বললেন সজল ঘোষ

এর আগে রাজ্যে নিম্নবিত্ত মানুষের জন্য ‘শ্রমজীবী ক্যান্টিন’ চালু করেছিল সিপিএম,(Dinner Just 10 Rupees) যেখানে কোভিডকালে বহু মানুষের মুখে খাবার তুলে দেওয়া হয়েছিল। পাশাপাশি, পশ্চিমবঙ্গ সরকার ‘মা ক্যান্টিন’ প্রকল্প শুরু করেছিল, যেখানে মাত্র ৫ টাকায় খাবারের ব্যবস্থা করা হয়। যদিও সজল ঘোষ স্পষ্ট করেছেন যে তাঁর উদ্যোগ রাজ্য সরকারের ‘মা ক্যান্টিন’-এর সঙ্গে সম্পর্কিত নয়।

কাদের জন্য এই সুবিধা

এই উদ্যোগ সম্পর্কে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “সজল ঘোষ বরাবর জনসেবামূলক কাজে এগিয়ে এসেছেন। এই উদ্যোগও তার একটি অংশ। অনেক প্রবীণ নাগরিকের বাড়িতে রান্না করার মতো পরিস্থিতি থাকে না। তাঁদের জন্য এই প্রকল্প কার্যকর হবে।”

১০ টাকায় খাবার সরবরাহের এই উদ্যোগ শুধুমাত্র একটি জনসেবামূলক প্রকল্প নয়,(Dinner Just 10 Rupees) এটি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এক চিত্র। এমন প্রকল্প আরও মানুষের কাছে উপকার বয়ে আনবে বলেই আশা করা যায়।

আরও পড়ুনঃ বাংলার বাড়ি প্রকল্পে কড়া নির্দেশ নবান্নের! সম্পূর্ণ নজরদারী থাকছে বিডিওর। বিস্তারিত জানুন।





About Author
Jagodish Biswas

জগদীশ বিশ্বাস! wbbenefitschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় থেকে Hospital Management Degree অর্জন করেছেন।

Leave a Comment