রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে (Duare Sarkar Camp List 2025) রাজ্যের সাধারণ মানুষের জন্য সরকারি পরিষেবা পৌঁছানোর লক্ষ্যে ২০২০ সালে শুরু হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্প। নতুন বছরে ও শুরু হতে চলেছে দুয়ারে সরকারের কার্যক্রম।
দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে গ্রাম বা শহরের প্রতিটি মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয়। সরকারের বিভিন্ন তথ্য থেকে জন্য যাচ্ছে যে ,২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে এই ক্যাম্প চালু হবে। এবং ফেব্রুয়ারি মাসের কিছু দিন পর্যন্ত চলবে এই কর্মসূচি।
Duare Sarkar Camp List 2025 যে বিশেষ দিন গুলিতে দুয়ারে সরকার ক্যাম্প বন্ধ থাকবে
সাধারণ তন্ত্র দিবস (২৬ জানুয়ারি),গঙ্গাসাগর মেলা(১৪-১৬ জানুয়ারি), নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্ম দিন (২৩ জানুয়ারি) দুয়ারে সরকার ক্যাম্পের কার্যক্রম বন্ধ থাকবে।
যে সুবিধা গুলি পাওয়া যাবে
দুয়ারে সরকার ক্যাম্পে যে যে পরিষেবা গুলো প্রদান করা হবে সেগুলি হল- স্বাস্থ্য সাথী,খাদ্য সাথী, জাতিগত শংসাপত্র যেমন এস সি,(SC) এস টি(ST), ওবিসি (OBC) তাছাড়া রয়েছে শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী কৃষকদের জন্য কৃষক বন্ধু, মানবিক, তপসালি বন্ধু, জোহার এছাড়া অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা এই ক্যাম্প থেকে সাধারণ জনগণ পেয়ে যাবে।
কবে এবং কোথায় হবে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp List 2025)
(Duare Sarkar Camp List 2025) আপনার এলাকায় এই ক্যাম্পের তারিখ ও স্থান জানতে পারবেন খুব সহজেই। তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইট যেতে হবে। তারপর “Find your camp” অপশন এ ক্লিক করতে হবে । এবং আপনার জেলা ও ব্লক অনুযায়ী বিস্তারিত তথ্য দেখতে পাবেন।
দুয়ারে সরকার ক্যাম্পের কর্মসূচি পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম সফল পরিকল্পনা। এটি সরাসরি জনসাধারনের কাছে সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার একটি কার্যকরী পদক্ষেপ।
Official Link: CLICK HERE
আরও পড়ুনঃ আজই তৈরি করুন ফার্মার আইডি কার্ড! প্রতিটি কৃষক পাবেন ২০০০/- টাকার সুবিধা।