Pradhan Mantri Poshan Shakti Nirman Scheme: মাসিক বেতন পাবেন ১২ হাজার টাকা! প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের জন্য কর্মী নিয়োগ।

Pradhan Mantri Poshan Shakti Nirman Scheme: মাসিক বেতন পাবেন ১২ হাজার টাকা! প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের জন্য কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এর অনুপ্রেরণায় চাকরি প্রার্থীদের জন্য আরো একটি দারুন সুখবর।এবার তাদের অপেক্ষার দিন শেষ হতে চলেছে ,যারা বহুদিন ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছ সরকারি চাকরির জন্য। প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পের কাজে সহযোগিতার জন্য প্রচুর কর্মী নিয়োগ হতে চলেছে। West Bengal রাজ্যের পুরুলিয়ার জেলাশাসকের অফিস থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে? কোন কোন যোগ্যতার প্রয়োজন হবে? মাসিক মাইনে কত পাবেন? শূন্যপদ? আবেদন প্রক্রিয়া? নিয়োগ পদ্ধতি? আরও সকল বিষয়ে বিস্তারিত আলোচনা আজকের প্রতিবেদনে।

Post Name

একাউন্টেন্ট এবং সহকারী একাউন্টেন্ট পদে নিয়োগ হতে চলেছে।

Vacancy

শূন্যপদের সংখ্যা 2 টি

Age Limit

প্রার্থীর বয়স সর্বোচ্চ ৬৩ বছরের মধ্যে হতে হবে । 01/12/2024 অনুসারে।

Pradhan Mantri Poshan Shakti Nirman Scheme: Eligibility Criteria

১) এই পদে আবেদনের জন্য প্রার্থীকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী হতে হবে।

২) তাছাড়া প্রার্থীকে কমপক্ষে ০৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাকাউন্টসে ।

Salary

Post NameSalary
একাউন্টেন্টPer month 12,000/-
সহকারী একাউন্টেন্টPer month 11,000/-

Pradhan Mantri Poshan Shakti Nirman Scheme: Apply Process

প্রধানমন্ত্রী পোষণ প্রকল্পে কাজের জন্য সম্পূর্ণ অফলাইন পদ্ধতিতে আবেদন করতে হবে। চাকরিপ্রার্থীকে তার নিজের সমস্ত বিবরণ দিয়ে একটি আবেদন পত্র লিখতে হবে এবং আবেদন পত্রটি একটি মুখ বন্ধ খামে করে নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে।

Application submission address

PM POSHAN (Mid-Day Meal) Cell, Purulia Collectorate

Recruitment process

চাকরিপ্রার্থীকে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

Required documents

প্রার্থীকে(Pradhan Mantri Poshan Shakti Nirman Scheme) আবেদনপত্রের সঙ্গে তার নিজ ঠিকানার প্রমাণপত্র, আধারকার্ড, সক্রিয় মোবাইল নম্বর,বয়সের প্রমাণপত্র, পাসপোর্ট সাইজ ছবি, শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার সকল নথিপত্র একসঙ্গে করে জমা দিতে হবে।

Important information

এই পদের জন্য প্রথমে মোট ১ বছরের জন্য চুক্তিভিত্তিক, যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রয়োজনীয়তা অনুসারে এই চুক্তির সময়সীমা বাড়ানো হতে পারে।

Official NoticeDownload Now
Official WebsiteClick Here
About Author
Jagodish Biswas

জগদীশ বিশ্বাস! wbbenefitschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় থেকে Hospital Management Degree অর্জন করেছেন।

Leave a Comment