Railway TTE Recruitment 2025: ভারতীয় রেলে টিকিট চেকার (TTE) পদে কর্মী নিয়োগ! মাধ্যমিক পাশে আবেদন করুন।

Railway TTE Recruitment 2025 ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এর পক্ষ থেকে রেলওয়ের চাকরিপ্রার্থীদের জন্য নিয়ে এলো একটি বিশাল সুখবর। ৯০০০+ রেলওয়ে টিকিট চেকার (TTE) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত তথ্য যেমন পদের নাম, শূন্যপদের সংখ্যা, মাসিক বেতন, আবেদনের যোগ্যতা, আবেদন পদ্ধতি,আবেদন শুরু ও শেষের তারিখ, অন্যান্য সুবিধা, ইত্যাদি নিয়ে থাকছে আজকের এই প্রতিবেদন।

পদের সংক্ষিপ্ত বিবরণ

নিয়োগকারী দপ্তররেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড
বিভাগভারতীয় রেল
পোস্টের নামটিকিট চেকার (TTE)
মোট শূন্য পদের সংখ্যা৯০০০+

Railway TTE Recruitment 2025 শিক্ষাগত যোগ্যতা কী লাগবে?

আবেদনকারী প্রার্থী ন্যূনতম অষ্টম বা দশম শ্রেণী পাশ যোগ্যতায় এই চাকরিতে আবেদন করতে পারবেন। তাছাড়া অবশ্যই যেকোনো স্বীকৃতি বোর্ড থেকে পাশ করতে হবে।

প্রার্থীর বয়সসীমা

রেলওয়ে টিকিট চেকার(TTE) পদে আবেদনকারী ব্যক্তির বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে এবং সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছরের মধ্য থাকতে হবে।
তাছাড়া সরকারি নিয়ম অনুযায়ী SC/ST/OBC/PWD কাস্টের প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড়ের সুবিধা পাবেন।

Railway TTE Recruitment 2025 বেতন কাঠামো

বিজ্ঞপ্তি অনুসারে, এই পদে নিযুক্ত কর্মীদের প্রতিমাসে মূল বেতন পরিসীমা থাকবে ২১,৭০০/- টাকা থেকে ৬৯,১০০/- টাকা পর্যন্ত এবং সঙ্গে অতিরিক্ত সুবিধা থাকবে – DA, HRA, TA, চিকিৎসা সুবিধা এবং ফ্রি রেল ভ্রমণ।

আবেদনের তারিখ

এই পোষ্টের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া নতুন বছরের ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে শুরু হবে।

আবেদন পদ্ধতি

Railway TTE Recruitment 2025 এই পোস্টে আবেদন পদ্ধতি থাকবে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেঃ

১.ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

২. প্রার্থীর নাম, ইমেল আইডি, এবং মোবাইল নম্বর দিয়ে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

৩.আবেদনকারীর ব্যক্তিগত, শিক্ষাগত এবং যোগাযোগ সংক্রান্ত বিভিন্ন তথ্য অনুযায়ী সঠিক ভাবে আবেদন ফরম পূরণ করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র

বিজ্ঞপ্তি অনুসারে, আবেদনকারীর নথিপত্র হিসেবে প্রয়োজন হবে-
১.পাসপোর্ট সাইজ ছবি।

২. শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

৩. কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

৪.স্ক্যান করা স্বাক্ষর।

৫. প্রতিবন্ধিতা সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)

আবেদন ফি কত লাগবে?

সাধারণ/ EWS/ OBC দের জন্য ৫০০ টাকা
SC/ ST/ PWD দের জন্য ২৫০ টাকা

আবেদন ফি- নেট ব্যাঙ্কিং, ডেবিট/ক্রেডিট কার্ড বা UPI এর মাধ্যমে জমা করতে পারবেন।

চাকরিপ্রার্থী নির্বাচনী প্রক্রিয়া

১. সাধারণ জ্ঞান, গনিত , রিজনিং, ইংরেজি বা হিন্দি ভাষার দক্ষতা, বিষয়গুলোর উপর একটি কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) নেওয়া হবে।

২. শারীরিক দক্ষতা পরীক্ষা ( যদি প্রযোজ্য হয়)
(শারীরিক ক্ষমতা মূল্যায়নের জন্য নির্দিষ্ট কিছু বিভাগে PET প্রয়োজন হতে পারে)

৩. প্রার্থীর মূল নথিপত্র যাচাইকরণ অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে।

৪. প্রার্থীদের শারীরিক উপযুক্ততা নিশ্চিত করার জন্য প্রার্থীকে অবশ্যই একটি মেডিকেল পরীক্ষায় পাস করতে হবে।

৫. প্রার্থীর কম্পিউটার ভিত্তিক পরীক্ষার নম্বর এবং মূল নথিপত্র যাচাইকরনের উপর নির্বাচন করে চূড়ান্ত মেধা তালিকা করা হবে।

অতিরিক্ত সুবিধা

কর্মীর নিজের ও তার পরিবারের জন্য থাকবে বিনামূল্যে রেল ভ্রমণ।

সরকারি নিয়ম অনুসারে পাবেন পেনশন।

স্বাস্থ্য বীমা এবং চিকিৎসার সুবিধা থাকবে।

মাতৃত্বকালীন ছাড়াও আরো অন্যান্য ছুটি থাকবে।

রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইটঃ CLICK HERE

আরও পড়ুনঃ সুখবর: নিয়ম বদলে গেলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের! জানুন, নতুন নিয়ম।

About Author
Jagodish Biswas

জগদীশ বিশ্বাস! wbbenefitschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় থেকে Hospital Management Degree অর্জন করেছেন।

Leave a Comment