নতুন বছরের শুরুতেই কঠিন নিয়ম উঠে এলো রেশন নিয়ে। সেই নিয়ম ভাঙলেই আপনার রেশন সেবা বন্ধ হতে পারে!
রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, (Ration Card New Update 2025) নতুন বছরের শুরুতেই বাংলার বহু প্রকল্পের নিয়ম পরিবর্তন করেছেন। অনেক প্রকল্পের নিয়ম সহজ করেছে সাধারণ মানুষের জন্য, আবার কিছু প্রকল্পে কঠিন পরিবর্তন আনা হচ্ছে। তেমনি রাজ্যের সাধারণ মানুষের জন্য রেশন ব্যবস্থায় অনেক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
আগামী নতুন বর্ষের শুরুতেই এই নিয়ম গুলি কার্যকর করা হবে বলে জানা যাচ্ছে। সকলের জন্য রেশনের কঠিন নির্দেশ জারি করা হয়েছে। নতুন নির্দেশ না মেনে চললে ,রেশন সেবা বন্ধ হতে পারে।
Ration Card New Update 2025: রেশন সংক্রান্ত নতুন নির্দেশাবলী
১) রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক করা আবশ্যক
সরকারের নিয়মানুসারে ,রেশন কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিংক থাকতে হবে অন্তত পরিবারে একজন সদস্যের। আপনি যদি এখনো পর্যন্ত মোবাইল নম্বর লিংক না করে থাকেন , তাহলে যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়াটি সম্পূর্ণ করুন।
যে সকল উপায়ে মোবাইল নম্বর লিংক করতে পারেন
১) আপনার এলাকায় বা আপনার কাছের রেশন কার্যালয়ে গিয়ে মোবাইল নম্বর লিংক করা যেতে পারে।
২) ফুড অ্যান্ড সাপ্লাই অফিস থেকে করতে পারেন।
৩) BSK Centre এ ও এই সুবিধা পেতে পারেন।
৪) রাজ্যের খাদ্য ও সরবরাহ দপ্তরের ওয়েবসাইট থেকে এই প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন।
পস মেসিন ব্যাবহার অনিবার্য
পস মেশিন ব্যবহার আজকের দিনে লেনদেনের অভিজ্ঞতাকে আরো সহজ এবং কার্যকর করেছে। রেশন পণ্য দেওয়ার সময় পস (POS) মেশিন রাখতে হবে।
Ration Card New Update 2025: সাম্প্রতিক পরিসংখ্যান
খাদ্য দপ্তরের তথ্য অনুসারে, রাজ্যে মোট ২ কোটি ৯ লক্ষ মানুষ রেশন সেবার সঙ্গে যুক্ত রয়েছেন।এর মধ্য ১ কোটি ৩২ লক্ষ গ্রাহকের মোবাইল নম্বর যুক্ত হয়েছে। তবে এখনো ৭৭ লক্ষ গ্রাহক তাদের মোবাইল নম্বর লিংক করেননি।
নিয়ম পরিবর্তন এর কারন
(Ration Card New Update 2025) রাজ্যে সরকারের দেওয়া রেশন দিন দিন অপচয় এর হার বেড়েই চলেছে। তাছাড়া রেশন নিয়ে রাজ্যে দুর্নীতির সংখ্যা প্রচণ্ড হারে বাড়ছে। এই কারনে রাজ্য সরকার রেশন প্রকল্পের উপর নিয়ম পরিবর্তন এর সিধান্ত নিয়েছেন।
Ration Card Official Website: CLICK HERE