UCO Bank Job Vacancy 2025: সর্বনিম্ন ২১ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর বয়সের মধ্যে সবাই আবেদন করতে পারবেন! UCO ব্যাংকের প্রচুর কর্মী নিয়োগ। এখনই আবেদন করুন।

(UCO Bank Job Vacancy 2025) নতুন বছর এর শুরুতে চাকরি প্রার্থীদের জন্য আরো একটি বড় সুখবর! কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ইকো ব্যাংক। ইকো ব্যাংকের এ কাজের জন্য পশ্চিমবাংলার যে কোন জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

ইউকো ব্যাংকের পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিস্তারিত তথ্য যেমন আবেদন পদ্ধতি, শূন্য পদের সংখ্যা, বেতন কাঠামো, আবেদন যোগ্যতা, আবেদন শুরুর ও শেষের তারিখ, অন্যান্য সবকিছু নিয়ে আজকের প্রতিবেদন, বিস্তারিত ভালো ভাবে পড়ে, বুঝে তবেই নিজের দায়িত্বে আবেদন করবেন।

পদের নাম এবং শূন্য পদ

পদের নামশূন্য পদ
Economist02
Fire Safety
Officer
02
Security
Officer
08
Risk Officer10
IT Officer21
Chartered
Accountant
25

UCO Bank Job Vacancy 2025: বয়স সীমা

শুধুমাত্র ইকোনমিস্ট পদের জন্য বয়সসীমা থাকছে সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ 30 বছর। ফায়ার সেফটি অফিসার পদের জন্য প্রার্থীর বয়স সর্বনিম্ন ২২ বছর এবং সর্বোচ্চ 35 বছরের মধ্যে হতে হবে। তাছাড়া বাকি পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীর সর্বনিম্ন বয়স ২৫ বছর এবং সর্বোচ্চ বয়স 35 বছর এর মধ্য হতে হবে।

বয়সের ছাড়

SC/ST/প্রাক্তন সেনা সদস্য প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমায় ৫ বছরের, OBC প্রার্থীদের জন্য ৩ বছরের এবং PwBD প্রার্থীদের জন্য ১০ বছরের ছাড় প্রদান করা হবে।

মাসিক বেতন কাঠামো

ইকো ব্যাংকের প্রকাশিত তথ্য অনুযায়ী জানা যাচ্ছে যে,(UCO Bank Job Vacancy 2025) উপরের পদগুলি নিযুক্ত প্রার্থীরা প্রতি মাসে সর্বনিম্ন ৪৮,৪৮০/- থেকে সর্বোচ্চ ৯৩,৯৬০/- টাকা পর্যন্ত মাসিক বেতন পাবেন।

UCO Bank Job Vacancy 2025: শিক্ষাগত যোগ্যতা

বিজ্ঞপ্তি অনুসারে উপরে প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন যেমন,

পদের নামশিক্ষাগত যোগ্যতা
Economistভারত সরকারের বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি, ব্যবসায় অর্থনীতি, প্রয়োগিক অর্থনীতি, আর্থিক অর্থনীতি, শিল্প অর্থনীতি, বা মুদ্রা অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা সমমানের যোগ্যতা থাকতে হবে।
পদের নাম শিক্ষাগত যোগ্যতা
Fire Safety Officer এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ফায়ার ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এর পাশাপাশি, PSU, PSB, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, সিটি ফায়ার ব্রিগেড, স্টেট ফায়ার ব্রিগেড, কর্পোরেট প্রতিষ্ঠান, বা বৃহৎ শিল্প কমপ্লেক্সে ফায়ার সেফটি অফিসার বা সমতুল্য পদে কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
পদের নাম শিক্ষাগত যোগ্যতা
Security
Officer
ভারত সরকার বা সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি, সেনা, নৌবাহিনী, বা বিমানবাহিনীতে কমিশনড অফিসার, অথবা প্যারামিলিটারি ফোর্স (যেমন BSF, CRPF, ITBP, CISF, SSB ইত্যাদি)-এর অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট, পুলিশের ডেপুটি সুপারিনটেনডেন্ট, প্যারামিলিটারি ফোর্সের ইন্সপেক্টর, অথবা রাজ্য পুলিশের তদন্ত শাখার সাব-ইন্সপেক্টর পদে কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন এই পদে আবেদন করার জন্য।
পদের নাম শিক্ষাগত যোগ্যতা
Risk Officerভারত সরকার বা এর নিয়ন্ত্রক সংস্থা দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ফিনান্স, অর্থনীতি, পরিসংখ্যান বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি, ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সার্টিফিকেশন, ইন্সটিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICMAI) থেকে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি, ইন্সটিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া (ICSI) থেকে কোম্পানি সেক্রেটারি সার্টিফিকেশন, অথবা ফিনান্স, রিস্ক ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট ক্ষেত্রে এমবিএ/পিজিডিএম ডিগ্রিধারীরাও আবেদন করতে পারবেন।
পদের নাম শিক্ষাগত যোগ্যতা
IT Officer এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর স্বীকৃত প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয় থেকে ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স, এমসিএ, বা এমএসসি কম্পিউটার সায়েন্সে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। পাশাপাশি, PSUs, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, তালিকাভুক্ত আইটি কোম্পানি, বা প্রাইভেট লিমিটেড কোম্পানিতে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
পদের নাম শিক্ষাগত যোগ্যতা
Chartered
Accountant
ইন্সটিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (ICAI) থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সার্টিফিকেশন থাকতে হবে। এছাড়া, ব্যাঙ্কিং বা আর্থিক পরিষেবা খাতে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

UCO Bank Job Vacancy 2025: আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র

১. জন্ম সনদ প্রমাণ পত্র

২. পরিচয় ঠিকানা প্রমাণ পত্র

৩. অভিজ্ঞতা সার্টিফিকেট

৪. শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র

৫. পাসপোর্ট সাইজের ছবি

৬. সংস্থা পত্র

প্রার্থীদের নিয়োগ পদ্ধতি

এখানে (UCO Bank Job Vacancy 2025) প্রার্থীদের লিখিত পরীক্ষা বা স্ক্যানিং টেস্ট ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।

UCO Bank Job Vacancy 2025: আবেদন পদ্ধতি

এখানে আবেদন পদ্ধতি সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে থাকবে।

১. প্রথমে ইকো ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীকে তার নির্দিষ্ট নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।

২. প্রার্থী রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর নির্ভুলভাবে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করতে হবে।

৩. এবং যে সমস্ত নথিপত্র প্রয়োজন সেগুলোকে সঠিকভাবে আপলোড করতে হবে।

৪. সবশেষে নির্দিষ্ট তারিখ এবং সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে জমা করতে হবে।

ইকো ব্যাংকের প্রকাশিত বিজ্ঞপ্তি আর ও ভালোভাবে জানতে সংস্থার অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করুন এবং ভালো করে বুঝে নিজে দায়িত্বে আবেদন করুন।

আবেদন ফী

এই(UCO Bank Job Vacancy 2025) পদগুলির জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের অনলাইন পেমেন্টের মাধ্যমে ৬০০ টাকা এপ্লিকেশন ফি এবং ইন্টিমেশন চার্জ দিতে হবে। পেমেন্টের জন্য ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং বা UPI ব্যবহার করা যাবে। তবে, SC/ST/PwBD প্রার্থীদের জন্য শুধুমাত্র ১০০ টাকা এপ্লিকেশন ফি এবং ইন্টিমেশন চার্জ নির্ধারিত হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরুর তারিখ27/12/2024
আবেদন শেষ তারিখ20/01/2025

গুরুত্বপূর্ণ লিংক

অফিসিয়াল ওয়েবসাইটCLICK HERE
Register and apply linkClick Here

আরও পড়ুনঃ নতুন বছরে রেশন কার্ডের নতুন নিয়ম! বন্ধ হতে পারে আপনার রেশন। বিস্তারিত জানুন।

About Author
Jagodish Biswas

জগদীশ বিশ্বাস! wbbenefitschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় থেকে Hospital Management Degree অর্জন করেছেন।

Leave a Comment