(Wb Schemes Update News 2025) নতুন বছরের শুরুতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সকল প্রকার প্রকল্প নিয়ে কথা বললেন। সেই ভিডিও কনফারেন্সের মধ্যে কি কি বলা হয়েছে সেই সম্পূর্ণ বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে।
Wb Schemes Update News 2025 বাড়ীর টাকা নিয়ে যা যা বললেনঃ
শুধু রাজ্য সরকারের টাকায় আমরা একটা সার্ভে করেছিলাম তাতে আমাদের কাছে ২৮ লক্ষ মানুষের নাম এসেছিল যারা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের সত্যি গরিব। তার মধ্যে ১২ লক্ষ মানুষের কাছে তাদের ৫০ শতাংশ টাকা ইতিমধ্যে ব্যাংকের মাধ্যমে পৌঁছে গেছে এবং বাকিটা আগামী ছয় মাসের মধ্যে কাজ শেষ করলে তারা পাবে তাহলে বাকি থাকবে ১৬ লক্ষ। এই ১৬ লক্ষ মানুষের নাম যাদের আছে তাদের আমি বলি ঘাবড়াবেন না আমি আগামী দেড় বছরের মধ্যে এই 16 লক্ষ বাড়ির ব্যবস্থাও করে দেবো। যাতে আপনারা একটা মাথা গোজার স্থান পান।
Wb Schemes Update News 2025 লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে যা যা বললেনঃ
তিনি লক্ষ্মীর ভান্ডারের মা ও বোনেদের জন্য আরো বলেছেন, যে ভবিষ্যতে বিধবা ভাতার জন্য কোন মা ও বোনকে দৌড়াদৌড়ি করতে হবে না যারা এখন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। মনে রাখবেন, শুধু 60 বছর পর্যন্ত নয়। যতদিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন। অর্থাৎ সারা জীবনের জন্য, এটা মা বড়দের অধিকার, এটা মা-বোনদের সম্মান, এটা মা-বোনেদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্রণা থেকে কিছুটা মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভান্ডার।
আমরা মোট ৬ লক্ষ ৫৩ হাজার মানুষকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, মানবিক ভাতা, জয় জোহার, তপশালি বন্ধু পেনশন দেওয়া হচ্ছে।
ছাত্র ছাত্রীদের নিয়ে যা বললেনঃ
এবার থেকে ১১ ক্লাসে যখন উঠবে, ১০ হাজার টাকা করে পাবে ট্যাব কিনার জন্য।
Wb Schemes Update News 2025 কৃষকদের নিয়ে যা বললেনঃ
কৃষক বন্ধু থেকে শুরু করে, যে সব কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেছেন ৬০ বছর বয়সের মধ্যে তাদেরও কিন্তু আমরা দু লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দিই, মনে রাখবেন আজকে যদি ঝড় হয়, জল হয়, কোনরকম কোন প্রাকৃতিক দুর্যোগ হয় , কৃষকদের জন্য কপি ইনসিওরেন্সের টাকা কৃষকদের খরচা নেই গর্মেন্ট দেয় আমরা সব টাকাটাই খরচা করি।
আরও পড়ুনঃ সুখবর: নিয়ম বদলে গেলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের! জানুন, নতুন নিয়ম।
অন্যান্য প্রকল্পঃ
আমাদের এখানে প্রায় ৯৯ পারসেন্ট লোককে বিনা খরচে রেশন দেওয়া হয় ,সাথী সাথী কার্ড,লক্ষ্মীর ভান্ডার , কন্যাশ্রী, মেধারশ্রী, পেনশন , ভাতা , থেকে শুরু করে সব রকম সুযোগ দেওয়া হয়।
Lakshmir Bhandar Portal: CLICK HERE