West Bengal Toilet Apply: শৌচাগার নির্মাণের জন্য ১২০০০ টাকা দিচ্ছে রাজ্য সরকার! আবেদন করুন এখুনি।

প্রথমবার রাজ্য সরকার নিয়ে এলো দারুন সুখবর! রাজ্যের বাড়ি প্রকল্পে গরিব মানুষের জন্য রাজ্য সরকার নিয়েছেন বড় পদক্ষেপ। শুধু বাড়ি নয়,বাড়ির সঙ্গে শৌচাগার তৈরি করতে রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হবে আরও ১২০০০ টাকা করে।

(West Bengal Toilet Apply)বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেওয়ার প্রক্রিয়া ইতি মধ্যে শুরু করেছে রাজ্য সরকার। রাজ্যের মানুষের সুবিধার জন্য বাড়ির সঙ্গে শৌচাগার তৈরি করার সিধান্ত গ্রহন করেছেন। এই জন্য আরও ১২০০০ টাকা করে বাড়িয়ে দেওয়ার রায় দিয়েছেন।

শৌচাগারের প্রয়োজনীয়তা

(West Bengal Toilet Apply) কথাই আছে, “শৌচাগারের অভাবে অভ্যাস নষ্ট” তাই যেখানে শৌচাগার নেই সেখানে শান্তি নেই বললেই চলে।সুস্থ পরিবেশের জন্য প্রত্যেক বাড়িতে একটি করে শৌচাগার অতি অবর্শক। একটি উন্নত ও সভ্য সমাজে মৌলিক সুবিধাগুলোর মধ্য শৌচাগারের উপস্থিতি অন্যতম।

তাই বাংলার রাজ্য পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার বলেছেন, রাজ্যকে “খোলা মলত্যাগ মুক্ত রাজ্য” রূপে নির্ধারণ করা হয়েছে।শৌচাগার নির্মাণের কাজ কার্যকরী করার জন্য বাংলার মিশন নির্মল প্রকল্পের সঙ্গে সংযোগ করছে এই প্রকল্প। ৬ হাজার টাকা করে দুইবার মোট ১২০০০ টাকা দেওয়া হবে শৌচাগার নির্মাণের জন্য।

আরও পড়ুন: সরকারের তরফ থেকে এবার এলো আর একটি নতুন সুবিধা। আর শুধু রেশন নয় ,সঙ্গে দেওয়া হবে ১০০০ টাকা করে! কারা পাবেন এই সুবিধা?

West Bengal Toilet Apply সরকারের পরিকল্পনা

রাজ্য সরকার যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রোটোকল জারি করেছে,তার আওতায় বিভিন্ন প্রকল্পের সঙ্গে যুক্ত হয়ে বাড়ি নির্মানকারীদের জন্য আরো প্রয়োজনীয় বেশ কিছু সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা করা হয়েছে।এই প্রকল্পের মাধ্যমে গ্রাহকরা বিদুৎ, পানীয় জল এবং শৌচাগারের সুবিধা পাবেন। পাশাপাশি,রাজ্য সরকার জানিয়েছেন যে, এই পরিবারগুলোকে আনন্দধারা প্রকল্পের অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও করা হচ্ছে।

অর্থ প্রদান প্রক্রিয়া (West Bengal Toilet Apply)

বাড়ি নির্মাণ করার জন্য ১২০০০০ টাকা,দুটি কিস্তিতে দেওয়া হবে ৬০০০০ টাকা করে।বাড়ি নির্মাণ কাজ শুরু করার পর শৌচাগার নির্মাণের জন্য ১২০০০ টাকা দেওয়া হবে। এই টাকা দুই বারে প্রদান করা হবে,৬০০০ টাকা করে।

জেলার দায়িত্ব

এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নের জন্য প্রতিটি জেলার জন্য নির্দিষ্ট দায়িত্ব নির্ধারণ করা হবে। এ বিষয়ে খুব তাড়াতাড়ি একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
তবে শৌচাগার নির্মাণের জন্য গ্রাহকদের আলাদা করে আবেদন জমা দিতে হবে।

শৌচাগার আবেদনের লিংক: Click Here

About Author
Jagodish Biswas

জগদীশ বিশ্বাস! wbbenefitschemes.com সাইটের Owner এবং কন্টেন্ট রাইটার। বিগত ১ বছর ধরে সোশ্যাল মিডিয়ায় কন্টেন্ট লিখছেন। স্বামী বিবেকানন্দ বিশ্ববিদ্যালয় থেকে Hospital Management Degree অর্জন করেছেন।

Leave a Comment